আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) গ্রীষ্মে পিটে/মাথায় অন্যান্য জায়গায় পানি সম্বলিত ছোট ছোট ঘামাছি হয়, চুলকানোর সময় অজান্তে তা ফেটে যায়, এক্ষেত্রে এসবের মাসআলা কি? কেউ পিট চুলকালো যেখানে এমন ঘামাছি অবশ্যই থাকে - এখন তাকে গোসল করে নামাজ পড়তে হবে!? বিস্তারিত জানাবেন উস্তায
২) অযু অবস্থায় হেলান দিয়ে না ঘুমিয়ে শুধু চোখ বন্ধ করলেই কি অযু ভেঙে যাবে?