السلام عليكم و رحمة الله و بركاته
উস্তাদ, প্রশ্নটা একজনের বোনের তরফ থেকে। উত্তর পেলে মুনাসিব হত ইনশাআল্লাহ।
আমি একটা স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছি,,,গতকাল দুপুরে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। তখন আমি স্বপ্ন দেখছিলাম যে আমার একটা কাজিনের বিয়ে হয়ে যাচ্ছে এবং সে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে।আমিও তাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাই সেটা একজন পুরুষ। আমার সেই পুরুষের চেহারা বা গায়ের রং কিছুই মনে নেই। কিন্তু শুধু মনে আছে যে তিনি আমাকে অবৈধভাবে স্পর্শ করার চেষ্টা করছেন কিন্তু আমি চাচ্ছি না।সে আমাকে খুব শক্ত করে ধরে আছে এবং আমি ছুটতে পারছি না। তিনি আমাকে খারাপ কাজ করার জন্য জড়াজড়ি  করছেন।তিনি আমাকে এত শক্ত করে ধরে রেখেছেন যে আমি কিছুই করতে পারছিলাম না।তখন মনে হচ্ছিল যে আমি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছি। আমি কিছু বলতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না। কিন্তু তিনি আমার উপরে তার সর্বোচ্চ বল প্রয়োগ করেই যাচ্ছিলেন।অথচ গতকাল আমি রোজা অবস্থায় ছিলাম, অনেকক্ষণ চেষ্টা করার পরও তিনি আমাকে ছাড়লেন না। কিছুক্ষণ পর আমার জেঠি আমাকে নামাজের জন্য ডাক দিয়েছিলেন  কিন্তু তখনও আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না।একই ঘটনা গতকাল রাত আমার বোনের সাথেও হয়েছিল এবং সে আমার পাশেই ঘুমাচ্ছিল। তার সাথেও একজন পুরুষ খারাপ কাজ করার চেষ্টা করছিল এবং তাকে বাজেভাবে স্পর্শ করার সর্বোচ্চ চেষ্টা করছিল। আমার বোন আমাকে অনেকবার চিমটি কেটে ডাকার চেষ্টা করেছিল কিন্তু আমি উঠছিলাম না আমি উল্টো দিকে ফিরে ঘুমাচ্ছিলাম।  অথচ আমিও কোন একটা খারাপ স্বপ্ন দেখছিলাম তখন,  কিন্তু আমার সেই স্বপ্নটা এখন মনে নেই।  আমি শুধু এটাই জানি যে, সে স্বপ্নটা ভালো ছিল না। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমাকে কেউ একজন কন্ট্রোল করছে বা আমাকে দূরে সরিয়ে দিচ্ছে আমার বোনের কাছ থেকে।কিছুক্ষণ পর আমি নামাজ পড়তে উঠি এবং আমি সেজদায় দোয়া করার উদ্দেশ্যে সিজদায়  যাব, সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে নজরদারি করছে বা আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ভয়ে আমি দোয়া করতে পারি নাই। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বা একই স্বপ্ন আমরা দুই বোন কেন দেখছি বা কেন এগুলো আমাদের সাথে হচ্ছে এটা কি আদৌ স্বপ্ন নাকি অন্য কিছু?