আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মহিলা যে সবসময় ওয়াসওয়াসা ও ভয়ে থাকে তার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে কিনা এমন, আর আল্লাহর কাছে ভয়ে কাঁদে কারণ সে তহ জানে না ।সে ধরেন স্বপ্নে ধরেন দেখেছে তার স্বামীর সাথে তার বিয়ে হচ্ছে আবার অনুষ্টানের মত।কয়েকজনে গিফট হিসেবে টাকা দিছে।সে ভাবতেছে এটা দিয়ে কয়েকমাস চলা যাবে।স্বপ্নেও মনে হয় একটু করে ওয়াসওয়াসার মত আসে।এসব কি কোন ভাল ইঙ্গিত হতে পারে? কতক্ষণে স্বপ্ন দেখেছে ঠিক মনে নেই।