আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মহিলা মানুষ হিজাব করে। সে ধরেন বিদেশে যাবে চিন্তা করতেছে কিন্তু শুনেছে ওখানে হিজাব বা বোরকা পড়া যায় না।এটা শুনে খারাপ লাগাও হয়ত কাজ করেছে।আবার এটাও ধরেন মনে আসতেছে হিজাব করতে না পারলে করবে না।গুণাহ তহ হবে আবার মাফ চাইলে আল্লাহ  মাফ ও করে দিবে এমন চিন্তাও আসতেছে ধরেন।কাউকে এসব বলেছিল কিনা ধরেন সে জানে না এভাবে।এসব চিন্তা আসার  দ্বারা কি কোন গুণাহ হয়? আর যদি কাউকে বললে কি গুণাহ হবে বা ঈমানে সমস্যা হবে?পর্দা অস্বীকার করা না মানে না করলে কিছু হবে না এমন না,জানে গুনাহ হবে।