السلام عليكم و رحمة الله و بركاته
উস্তায, আমি নিজেই নিজের রুকইয়াহ আম্মা করাতে চাই।
১. রুকইয়াহ করানোর ক্ষেত্রে পর্দার বিধান কেমন হবে? আমরা যেভাবে নামাজ পড়ি, সেভাবে সতর ঢাকা থাকলেই হবে? নাকি পরিপূর্ণ মুখ ঢেকে পর্দা করে রুকইয়াহ আয়াতগুলো পড়তে হবে?
২. রুকইয়াহ আম্মাতে এক যায়গায় পানি ছিটানোর কথা উল্লেখ আছে। অর্থাৎ বসার পূর্বেই সামনে পানি নিয়ে বসতে হবে। ঐ পানি কি রোগীর গায়ে এবং আশেপাশে ছিটানোর কথা বলা হয়েছে?