আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ উস্তাদ।
গত কাল রাতে আমি স্বপ্নে দেখছিলাম যে আমার একটা ছেলে সন্তান দুনিয়া এসেচে নরমালে হয়েচে কিন্তু নরমালে বাচ্চা দুনিয়া আসতে যে রকম কষ্ট হয় মায়ে দেন আমি দেখচিলাম আমার ঐরকম কোন কষ্ট এ হয় নাই। আরো কি কি জানি দেখচিলাম ঠিক মনে নেই, কিন্তু আমার স্বামী ও নাকি দেখচিলো ওনি একটা ছেলে বাবুকে কোলে নিয়ে কোথায় যেন দাঁড়িয়ে আছে।
উস্তাদ আমি এখন জানতে চাচ্ছি যে এটা কি এটা অর্থহীন স্বপ্ন।নাকি কোন অর্থ বহন করে এটা তে। আশা করচি উওর টা পাব ইন শা আল্লাহ। জাযাকাল্লাহু খইরন।