আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (52 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

মুফতি সাহেব,
তাবলীগের দুইপক্ষের কাদের সাথে মেহনত করা যাবে? এ বিষয়ে আপনাদের অবস্থান এবং মাওলানা আব্দুল মালেক হাফি. এর প্রতিষ্ঠান  মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া (মাসিক আল কাউসারের) অবস্থান বিরোধপূর্ন পেলাম।

আপনারা যেই দলে সহজ হয়, সেখানে মেহনত করার জন্য অনুমতি দিচ্ছেন কিন্তু মাসিক আল কাউসার বলছে মাওলানা সাদ সাহেবকে যারা মানে,তাদের সাথে মেহনত করা নাযায়েজ।

এ বিষয়ে আপনাদের সর্বশেষ অবস্থান জানতে চাই? এ বিষয়ে কি আপনারা মারকাযুদ দাওয়াহ এর সাথে ইখতিলাফ করেন,নাকি আপনাদের সর্বশেষ অবস্থান ও উনাদের (মাসিক আল কাউসার) মত।

নিচে দুই ফতোয়ার অংশবিশেষ দিলাম। পুরো ফতোয়া লিংকও দিলাম উস্তায।

জা ঝা কুমুল্লাহ খইরন।

========= Ifatwa.info ===========
★মুল বিষয় হলো এ মেহনত অব্যাহত রাখা।
নিজের শুদ্ধি আর উম্মতের মাঝে দ্বীন ছড়ানোর জন্য যেই গ্রুপ থেকে আপনার জন্য মেহনতে অংশ গ্রহন সহজ হবে,  আপনি সে গ্রুপ থেকে মেহনত করতে পারেন।
নিজের নিয়ত,আমল খালেছ থাকলে আপনি আখেরাতে অধিক লাভবান হবেন,ইনশাআল্লাহ। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
তারাও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। এমন কারো সাথে বিয়ে করলে আক্বিদাগত সমস্যা হবেনা। বিয়ে করা যাবে।

(আল্লাহ-ই ভালো জানেন)
------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ফতোয়া লিংক: https://ifatwa.info/91587/?show=91589#a91589

========== আল কাউসার ===========

মাসিক আল কাউসার (জুন,২০২৫)

প্রশ্ন ৪ : সা‘দপন্থিদের জোড় ও ইজতিমায় শরীক হওয়া যাবে কি না?
উত্তর : এটা যখন নির্ধারিত যে, মাওলানা সা‘দ সাহেবের অনুসারীরা গোমরাহীর রাস্তায় আছেন, তখন তাদের জোড় ও ইজতিমায় শরীক হওয়াও জায়েয নয়। হাদীস শরীফে ইরশাদ হয়েছে–
مَنْ كثَّر سوادَ قوم فهو منهم.
অর্থাৎ যে ব্যক্তি কোনো দলকে ভারি করবে, সে তাদের একজন বলে গণ্য হবে। –মুসনাদে আবু ইয়ালা; নাসবুর রায়াহ ৪ : ৩৪৬
ফতোয়া লিংক: https://www.alkawsar.com/bn/article/3780/
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_251030_190930_287.sdocx-->

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 452 views
...