আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
মুফতি সাহেব,
তাবলীগের দুইপক্ষের কাদের সাথে মেহনত করা যাবে? এ বিষয়ে আপনাদের অবস্থান এবং মাওলানা আব্দুল মালেক হাফি. এর প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া (মাসিক আল কাউসারের) অবস্থান বিরোধপূর্ন পেলাম।
আপনারা যেই দলে সহজ হয়, সেখানে মেহনত করার জন্য অনুমতি দিচ্ছেন কিন্তু মাসিক আল কাউসার বলছে মাওলানা সাদ সাহেবকে যারা মানে,তাদের সাথে মেহনত করা নাযায়েজ।
এ বিষয়ে আপনাদের সর্বশেষ অবস্থান জানতে চাই? এ বিষয়ে কি আপনারা মারকাযুদ দাওয়াহ এর সাথে ইখতিলাফ করেন,নাকি আপনাদের সর্বশেষ অবস্থান ও উনাদের (মাসিক আল কাউসার) মত।
নিচে দুই ফতোয়ার অংশবিশেষ দিলাম। পুরো ফতোয়া লিংকও দিলাম উস্তায।
জা ঝা কুমুল্লাহ খইরন।
========= Ifatwa.info ===========
★মুল বিষয় হলো এ মেহনত অব্যাহত রাখা।
নিজের শুদ্ধি আর উম্মতের মাঝে দ্বীন ছড়ানোর জন্য যেই গ্রুপ থেকে আপনার জন্য মেহনতে অংশ গ্রহন সহজ হবে, আপনি সে গ্রুপ থেকে মেহনত করতে পারেন।
নিজের নিয়ত,আমল খালেছ থাকলে আপনি আখেরাতে অধিক লাভবান হবেন,ইনশাআল্লাহ।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
তারাও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। এমন কারো সাথে বিয়ে করলে আক্বিদাগত সমস্যা হবেনা। বিয়ে করা যাবে।
(আল্লাহ-ই ভালো জানেন)
------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
ফতোয়া লিংক: https://ifatwa.info/91587/?show=91589#a91589
========== আল কাউসার ===========
মাসিক আল কাউসার (জুন,২০২৫)
প্রশ্ন ৪ : সা‘দপন্থিদের জোড় ও ইজতিমায় শরীক হওয়া যাবে কি না?
উত্তর : এটা যখন নির্ধারিত যে, মাওলানা সা‘দ সাহেবের অনুসারীরা গোমরাহীর রাস্তায় আছেন, তখন তাদের জোড় ও ইজতিমায় শরীক হওয়াও জায়েয নয়। হাদীস শরীফে ইরশাদ হয়েছে–
مَنْ كثَّر سوادَ قوم فهو منهم.
অর্থাৎ যে ব্যক্তি কোনো দলকে ভারি করবে, সে তাদের একজন বলে গণ্য হবে। –মুসনাদে আবু ইয়ালা; নাসবুর রায়াহ ৪ : ৩৪৬
ফতোয়া লিংক: https://www.alkawsar.com/bn/article/3780/
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_251030_190930_287.sdocx-->