আজকে স্বপ্ন দেখেছি — আমার ফ্রেন্ড সার্কেলরা আমার পিছু নিচ্ছে, মজা করে বা সিরিয়াসলি সবাই একদিকে, আমি একদিকেই। ওরা আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি উড়ে উড়ে যাচ্ছিলাম, মাটি থেকে প্রায় ৫০ হাত ওপরে — আমি আমার হাতকেই ডানার মতো ব্যবহার করে উড়ছিলাম; উড়ে উড়ে যাচ্ছিলাম, আর ওরা আমাকে লাফিয়ে ধরার চেষ্টা করছিল কিন্তু পারছে না।
এরপর আমি একটা জায়গায় গিয়ে একজন হিন্দু মেয়েকে পাই, সুন্দর — আমি ওর সাথে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করি এবং শেষ মুহূর্তে ওর মুখে বীর্যপাত করি; এবং যা বাস্তবে দেখি— আমার স্বপ্নযৌন হয়েছে এবং বীর্যপাত হয়েছে। পরে ওদের (আমার) ফ্রেন্ডদেরকে পুলিশ ধরে, ৫–৬ জনকে, এবং আমাকে ওই মেয়েটির সাথে ওই কাজ করার জন্য পুলিশ ধরে নিয়ে যায়। আর আমার বন্ধুদের ধরেছে — তারা ইসলামপন্থী আন্দোলন করার জন্য (ইসলামের পক্ষে আন্দোলন করার জন্য) গ্রেপ্তার করা হয়েছে, আর আমাকে ধরার সময় তারা বলে যে তাদের কাছে আমার ওই মেয়ের সাথে খারাপ কাজের ভিডিও প্রমাণ আছে; তারা সেই ভিডিও দেখিয়ে মামলা করেছে।
কিন্তু বাস্তবে আমার ফ্রেন্ডরা কেউই দিন মানে না — নামাজ পড়ে না; আমি ধর্ম মানার চেষ্টা করি এবং নামাজও পড়ি।
স্বপ্নটা দেখেছি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ার পর। সকাল—সন্ধ্যার দোয়া না পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে?