আসসালামুআলাইকুম,
https://ifatwa.info/4958/ এখান থেকে জানতে পারলাম আমাদের দেশে প্রচলিত জমি বন্ধোকের নিয়মগুলো নাজায়েজ
1. অনুগ্রহ করে এর বিকল্প কিছু পদ্ধতি জানাবেন যেগুলো হালাল
2. এই পদ্ধতি একটু বুঝিয়ে দিন
বয় বিল ওয়াফাঃঅর্থ্যাৎ জমিকে প্রথমে বিক্রয় করা হবে। তারপর বিক্রেতা ক্রেতাকে বলবে যখন আমার কাছে টাকা হবে তখন আপনাকে উক্ত জমি বিক্রি করতে হবে।এবং তাকে বয়য়ে আমানতও বলা হয়ে থাকে। এভাবে হলে উক্ত লেনদেন বৈধ হবে।যেমন ফাতাওয়ায়ে কাযীখানে বর্ণিত আছে,যদিও তাতে এক আকদের মধ্য দ্বিতীয় আকদের শর্ত করা হচ্ছে কিন্তু মানুষের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য করে ফুকাহায়ে কেরাম তাতে বৈধতার ফতোয়া দিচ্ছেন।"
তাহলে যে জমির দাম 20 লাখ, আমি যদি কারো থেকে 1 লাখ টাকা নিয়ে বলি যে এই জমি তোমার কাছে বিক্রি করে দিলাম কিন্তু শর্ত হলো আমার যখন আবার 1 লাখ টাকা হবে তখন তুমি আমাকে আবার জমিটা 1 লাখে বিক্রি করে দিবে
এটা কি সহিহ হবে?