আসসালামু আলাইকুম,আমার বাবা ১জন ব্যাংক কর্মকর্তা ছিলেন।২০১৮সালে তিনি রিটায়ার্ড করেন,কিছুদিন আগে তিনি মারা গেছেন।অবসর গ্রহণের পর থেকে উনার মধ্যে আগের তুলনায় হাজার গুণ বেশি আল্লাহতা'লার প্রতি মোহাব্বত দেখছি।তার অন্য বিষয়ে ভুল পাইনি কিন্তু তিনি ব্যাংকের চাকরিকে হালাল মনে করতেন,আল্লাহতা'লা উনাকে ক্ষমা করুন।
মৃত্যুর পূর্বে স্পেসিফিক এই বিষয়ে তওবা করেছিলেন কিনা আমার জানা নেই,তবে নিয়মিত তাহাজ্জুদ কিংবা আরো যত নফল নামায ছিলো সে সব আদায়ের পর প্রতিদিনই প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করতেন রবের নিকট অশ্রুসিক্ত নয়নে----জেনে,না জেনে যত গুনাহ করেছেন তার জন্য।
তিনি সঞ্চয়পত্র কিনে রেখেছিলেন তার থেকে যা ইন্টারেস্ট আসে,বাড়িভাড়া এবং পেনশনের টাকা দিয়ে সংসার চালাতেন।আমরা ৪বোন এবং ভাই নেই। উপার্জনক্ষম কেউ নেই।উনি ও সামর্থ্যবান ছিলেন না কাজ করার জন্য।তাই সংসার চালানোর জন্য এই টাকাগুলো গ্রহণ করতেন।মনে করতেন সংসার চলবে না আর চালানোর উপায় নেই তাই গ্রহণ করতেন।
উনার ২জায়গায় জমি আছে,এর মধ্যে বাড়ির জমি হালাল টাকায় কেনা কিন্তু বাড়ী করেন ব্যাংক থেকে লোন নিয়ে।এখন এই বাড়ীভাড়া হালাল হবে কি?আর বাকি যে জমি তা যতটুকু জানি চাকরির টাকায়ই কেনা,আমি সঠিকভাবে বলতে পারছিনা।হতেও পারে আত্মীয় থেকে ধার নিয়ে কেনা,পরে শোধ করেছেন।আমার ১০০% সঠিক তথ্য জানা নেই।
তিনি দান খয়রাত করতেন বেহিসাবে,আজ পর্যন্ত কেমন টাকা দান করেছেন তা আমাদের হিসাব করা নেই।তবে যেকোনো অভাবী এবং আত্মীয় স্বজনদের অনেক বেশি টাকার পরিমাণ দিয়ে গেছেন।শুনেছি সওয়াবের নিয়ত ছাড়া দান করলে সুদের জন্য শাস্তি পেতে হয় না।এই ক্ষেত্রে আমার বাবার টাকা আমি যদি গ্রহণ করি এবং তার মধ্য থেকে অনেক বেশি এমাউন্ট সওয়াবের নিয়ত ছাড়া বাবার মাগফিরাত এর জন্য দান করি তিনি কি এই গুনাহর শাস্তি থেকে মুক্তি পাবেন!আর এই টাকা গ্রহণ জায়েজ হবে কি আমার জন্য!!
তিনি স্পেসিফিকভাবে মৃত্যুর পূর্বে এই সুদের জন্য তওবা করেছেন কিনা আমার জানা নেই,তবে নিয়মিত সামগ্রিক দোষত্রুটির জন্য ক্ষমা চাইতেন।তিনি মৃত্যুকালে শাহাদাত আঙুল উপরে তুলে কালিমা পড়ে মৃত্যুবরণ করেন,আল্লাহতা'লা উনাকে ক্ষমা করুন।