আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
1.কোন স্ত্রী যদি বলে আমি তুমার থেকে দূরে চলে যাব কিন্তু তুমার বউ হিসেবে থাকব এমনিতে দূরে চলে যাবে বুঝালে আর মনে মনে এটা মানে সে তালাক চায় না।স্বামী যদি বলে বউ হিসেবে থাকতে হবে না চলে যাও।এসব নিয়ত ছাড়া বললে কি কোন তালাক হয়????
2. কোন মানুষ যদি তালাকের ফতোয়া জানতে গিয়ে ভুলে লাস্টে শুধু আবার তালাক শব্দটা লিখে টাইপ করে ফেলে বা প্রশ্ন করে ফেলে তাহলে কি কোন সমস্যা হয়??
3.কেউ ঝগড়ার সময় বা রাগারাগির সময় তালাকের নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে কি কোন তালাক হয়?মানে কোন স্বামী যদি তালাকের নিয়তকে অস্বীকার করে?
4.কোন স্বামী যদি কেনায়া তালাকের বিষয়ে বিস্তারিত না জানে। স্ত্রী যদি খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস না করে মানে স্ত্রী কি বুঝাতে কথা বলেছে ওটা স্বামী কিরকম বুঝেছে আর স্বামী কেন ওসব কথা বলেছে এসব খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস না করলে কি কোন সমস্যা হয়?ধরেন স্ত্রী একটা কথা বলেছে ওটা দ্বারা তালাক চাওয়া ও বুঝাতে পারে বা এমনিতে রাগেও বুঝাতে পারে।স্বামী যদি এরপর কেনায়া শব্দ বলে নিয়ত ছাড়া বলে তাহলে কি কোন সমস্যা হয়?
5.কোন স্ত্রী যদি বলে আমি চলে যাব তুমার জীবন থেকে।স্বামী যদি বলে যাইলে যাওগা একটা গেলে আরেকটা আসবে বা ধান ছেটালে কবুতরের অভাব হয় না।এসব নিয়ত ছাড়া বললে কি কোন সমস্যা হয়?