আসসালামু আলাইকুম,
এই ঘটনাটা আমার পরিচিত একজনের সাথে হচ্ছে এখন উনি কি করবেন যদি একটু বলতেন
আমার এক জায়গায় বিয়ের কথা চলছে কিন্তু তার মাঝখানে কিছু অন্তরের হালত বলছি,
আমি অনেকদিন ধরে বিয়ে নিয়ে চেষ্টা করে যাচ্ছি, বাসায় বলা থেকে শুরু করে, টাকা জমানো মোহরানার জন্য, আহালিয়ার জন্য পরিবেশ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছি । যার কারণে আমার বিয়ে নিয়ে ভালোই এক্সাইটেড হয়েছিলাম তখন। আলহামদুলিল্লাহ সবকিছু করেছি এরপরে মেয়ে দেখা শুরু করি এবং প্রথম যে মেয়েকে দেখেছি আমার তাকে ভালো লেগেছিল এরপর আমি অনেক সময় নেই প্রায় দুই মাসের কাছাকাছি এর মাঝখানে ইস্তেখারা করা হয়েছে অনেকবার, কিন্তু স্পেসিফিক আমি কোন ধরনের স্বপ্ন দেখিনি কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ তার দিকে যাচ্ছে, তাকে আমি তিনবার দেখেছি সরাসরি এবং শেষবার দেখার সময় আমি এটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাকে আমি বিয়ে করবো, কিন্তু যখনই আমি সিদ্ধান্ত নিতে চাই না কেন তখনই কিছুক্ষণ পর আমার অন্তরের কেমন একটি খালি অনুভব হয় লাগে, যে আমার থেকে কিছু একটা চলে যাচ্ছে নাকি , কেমন যে অনুভূতি আমি নিজে বুঝতেছিনা, যখন পাত্রীর সাথে আমি সামনাসামনি কথা বলেছি তখন আমার এমন কোন সমস্যা হয়নি, তবে তৃতীয়বার কথা বলার মাঝখানে পাত্রী আমাকে কিছু প্রশ্ন করেছিল যার জন্য একটু কনফিউশন তৈরি হয়েছিল কিন্তু পরে আমি আবার তার ব্যাপারে কনফিডেন্ট হয়ে তাকে জানিয়েছি যে আমরা সামনে এগোচ্ছি,
এখন আমার অন্তরের মধ্যে এরকম বারবার করছে কেনো? অন্তর খালি হওয়া, এই অনুভূতির জন্য আমি বিয়ে নিয়ে কনফিউশনে পড়ে যাই।