ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোন মহিলাকে যদি বিয়ের সময় তালাকের অনুমতি দেয়া হয়। এখন স্ত্রী ঝগড়ার সময় রেগে গিয়ে যদি নিজের উপর মৌখিকভাবে তালাক নিলে সেটা তালাক বলে গণ্য হবে। কয় তালাক হবে? তা অধীকার দেয়ার সময় আলোচনার উপর নির্ভর কবে। মহিলাদের তালাক দেয়ার জন্য নির্দিষ্ট শর্ত প্রয়োজন যদি শর্তযুক্ত অধীকার থাকে। এক্ষেত্রে সাক্ষীর কোনো প্রয়োজনীয়তা নাই।
(২) যেহেতু বিয়ের সময় মেয়ের অনুমতি ছাড়াই 18 নং অনুচ্ছেদে মেয়েকে তালাকের অনুমতি দেয়া হয়। এখন এটা বাতিল করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেননা প্রশ্নের বিবরণমতে স্ত্রী তালাকে অধিকারই পাবে না।
(৩) তাফবীযে তালাক অরাজিতই হবে না।
(৪) তালাকের অধিকারই স্ত্রী পাবে না।
(৫) আল্লাহর কসম ডিভোর্স দিয়ে চলে যাব। এদ্বারা তালাক হবে না। কসম হবে। কসমের কাফফারা ওয়াজিব হবে।