আসসালামু আলাইকুম উস্তাজ, আমার বাবা আমাকে তার বিকাশ একাউন্ট থেকে একজনকে ৫০০০ টাকা পাঠাতে বলেছেন। বিকাশ এই টাকা থেকে সেন্ড মানি করলে তো ১০০ টাকা কেটে নেয়।
তবে আবার প্রিয়ো নাম্বার এর একটা সিস্টেম আছে। প্রিয়ো নাম্বার এ যুক্ত করলে আর এই বাড়তি টাকাটা কাটেনা। আমার আব্বু এ বিষয়ে জানেনা। তো আমি ওই ব্যক্তির নাম্বার প্রিয়ো নাম্বার এ যুক্ত করে ৫০০০ টাকা পাঠাই, তারপর ১০০ টাকাটা বেঁচে যাওয়ায় আমার একাউন্টে পাঠাই।
কিন্তু এখন আমার কাজটা করে খুব অস্বস্তি লাগছে। এই কাজটা কি খারাপ হয়েছে, গুনাহ হয়েছে? টাকাটা কি হারাম?