আমার রুমমেট হিন্দু,,তবে ওয় কোনো সমস্যা করে না ,,, আমার পর্দা বিষয় বুঝে,, গান ছাড়ে না।
আর মুসলিম মেয়েও আছে বেপর্দায় চলে। তাদের সামনে আর মুশরিক মেয়েদের সামনে আমার কি কি পর্দা করা লাগবে।একই রুমে থেকে তো মাথায় সবসময় কাপড় দিয়ে রাখা সম্ভব হয় না।
অনেক কান্নাকাটি করছি এটা শোনার পর। এখন করনীয় কি?