আসসালামু 'আলাইকুম,,
আমার বাবার বন্ধুদেরকে দাওয়াত দিলে তারা আমাকে অনেক টাকা হাদিয়া দেয় একত্রে (একজন আলাদাভাবে দেয়),,তো তারা আমাকে টাকা দেওয়ার সময় বলে যে,এই টাকা দিয়ে আইসক্রিম খেতে,,,কিন্তু টাকার পরিমাণ তো অনেক বেশি ছিল,,তো আমি শিউর যে, তারা এটা জাস্ট বলার জন্য বলেছে,তাদের টাকা দেওয়ার উদ্দেশ্য এটা ছিল না,,তো এই টাকা কি যেকোনভাবে খরচ করা জায়েজ হবে?