আসসালামু আলাইকুম। আমার সন্তান জন্মের ৬ মাস পর আগস্টের শেষের দিকে আমার প্রথমবার মাসিক হয়। গর্ভধারণের আগে আমার মাসিক চক্র ছিল নিয়মিত, ৩২ থেকে ৩৫ দিনের, এবং আমার হায়েজ ঠিক ১০ দিন স্থায়ী হতো। তবে আগস্ট মাসের ঠিক কোন তারিখে মাসিক শুরু হয়েছিল তা মনে নেই। pure হওয়ার প্রায় ৪ দিন ( কিছুদিন কম বেশ হতে পারে দিন বেশি হবার সম্ভাবনা বেশি) আমি stretchy discharge দেখেছি, ঠিক egg-white-like ovulation discharge-এর মতো। উপসর্গগুলোও ovulation-এর মতোই ছিল, কিন্তু তাতে খুব ছোট্ট এক ফোঁটা রক্ত ছিল একদম অল্প এবং সেটা এক ঘণ্টাও স্থায়ী হয়নি। সঠিক ভাবে বললে শুধুমাত্র একবার ক্লিন করার সময় দেখেছিলাম তাই আমি নামাজ পড়িনি এবং সতর্কতার জন্য সেটাকে মাসিক ধরে নিয়েছিলাম। কিন্তু এরপর আর কোনো রক্তের ফোটাদেখিনি এক সেকেন্ডের জন্য ও না আর যেমনটা গর্ভধারণের আগে আমার ovulation phase শেষ হতো, তেমনি করে ঘন cream রঙের স্রাব যায় এবং একদম শুষ্ক হয়ে যায় | মোটকথা এই রক্তের ফোটার ঘটনা বাদ দিলে মনে হয় যেন ovulation চলছিল এর প্রায় ৪ দিন ( কিছুদিন কম বেশ হতে পারে ) পর আমি স্বাভাবিক হায়েজের মতোই রক্ত দেখেছি (কালচে রঙ, দুর্গন্ধযুক্ত), যা ১০ দিন স্থায়ী হয়। এখন আমি বিভ্রান্ত আমি কি সেই ছোট্ট স্পটটাকে মাসিকের অংশ হিসেবে ধরব, নাকি সেটাকে ovulation মনে করব? আমি দুঃখিত এমন প্রশ্ন করার জন্য, কিন্তু জানতে চাই কারণ আমার অনেক কাযা নামাজ আদায় করতে হবে