ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে শামীতে বর্ণিত রয়েছে,
" ولو دعاه أحد أبويه في الفرض لا يجيبه ، إلا أن يستغيث به " انتهى .أي يطلب منه الغوث والإعانة . ويجب القطع لنحو إنجاء غريق أو حريق. ولو دعاه أحد أبويه في الفرض لا يجيبه إلا أن يستغيث به. وفي النفل إن علم أنه في الصلاة فدعاه لا يجيبه وإلا أجابه -
ডুবন্ত বা জলন্ত ব্যক্তিকে বাচানোর স্বার্থে নামায ভঙ্গ করা ওয়াজিব।ফরয নামাযে মাতাপিতার কেউ ডাকলে সে ডাকের জবাব প্রদান ওয়াজিব নয়। তবে যদি মাতাপিতা সাহায্যর আবেদন করে, তখন মাতাপিতার ডাকে জবাব দেয়া যাবে। আর নফল নামাযের বেলায়, যদি মাতাপিতা জানেন যে, সন্তান নামাযে আছে, এরপরও তারা ডাকেন, তাহলে এমতাবস্থায় উক্ত নামাযকে ভঙ্গ করার কোনো প্রয়োজনিয়তা নাই।আর মাতাপিতা সন্তানের নামায সম্পর্কে অবগত না থাকেন,এবং ডাকেন, তাহলে তখন মাতাপিতার ডাকে জবাব দেয়া যাবে। (রদ্দুল মুহতার-২/২৫১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1855
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাসার কাজ এবং নফল ইবাদতের মধ্যে ব্যালেন্স রেখে চলাফেরা করতে হবে। এমন সময় নফল ইবাদতে লিপ্ত না হওয়া উচিত যখন সাধারণত ঘরের কাজ থাকে এবং মা ডাকতে পারেন। সর্বোপরি মায়ের সাথে পরামর্শ করে ইবাদতের সময় নির্ধারণ করে নেয়া উচিত। আল্লাহ আপনার ইলম আমলে বারাকাহ দান করুক।আমীন।