আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in ওয়াসওয়াসা by (31 points)
السلام عليكم و رحمة الله و بركاته


আমার খুব সেনসেটিভ একটা প্রশ্ন।সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লীজ।
আমার বাবা মা উমরাহ সফরে যাবে ইনশাআল্লাহ। তো আমাকেও জিজ্ঞেস করতেছে আমি যাবো কিনা,গেলে নিয়ে যাবে।

প্রতিটা মানুষেরই তো ইচ্ছে থাকে রাসূলের দেশে যাওয়ার। আমারও অনেক ইচ্ছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি না যাবো কিনা।কারণ আমার অনেক ওয়াসোওয়াসার সমস্যা আছে।আল্লাহ,রাসূল ﷺ নিয়ে মাঝে মাঝে অবমাননা আসে,একদম নিকৃষ্ট ভাবে (নাউযুবিল্লাহ),এতটাই নিকৃষ্ট এজন্য উল্লেখ করছি না। আমি ইচ্ছে করে এমন করিনা, কেন এমন হয় আমি নিজেও জানি না।আমি ফোনেই মক্কা,মদিনা,রাসূলের রওজা বেশি দেখতে পারি না এ কারণে। এগুলো নিয়ে চিন্তাও করতে পারি না।আমার পা কাপে,খারাপ চিন্তা মাথায় আসে।

এখন ভয় হচ্ছে সরাসরি যখন দেখবো তখনও তো এমনই হবে।না চাইতেও হবে।
আর এ কারণে আমার মন সায় না উমরাহ করতে যাওয়ার জন্য। মনে হয় আল্লাহ ও রাসূলের ﷺ প্রতি অবমাননা হওয়ার চাইতে না যাওয়াই ভালো ।

 আমাকে এখন পরামর্শ দিন আমার কি করা উচিত। যাওয়া ঠিক হবে নাকি না যাওয়া?

1 Answer

0 votes
by (723,270 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ -صلى الله عليه وسلم- وَمَسْجِدِ الْأَقْصَى
অর্থাৎ, (ইবাদতের নিয়তে) মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা ব্যতীত কঠিন ও কষ্টসাধ্য সফরে যেও না। (বুখারী ১১৮৯)

صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ
অর্থাৎ, আমার এ মসজিদে নববীতে সালাত আদায় অপরাপর মসজিদের এক হাজার সালাতের চেয়েও বেশী সাওয়াব। (ইবনে মাজাহ ১৪০৪)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেনঃ
مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلاَّ رَدَّ اللهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ
অর্থাৎ ‘‘যে কেউই আমাকে সালাম দেয় তখনই আললাহ তা‘আলা আমার রূহকে ফেরত দেন, অতঃপর আমি তার সালামের জবাব দেই।’’ (আবূ দাউদ ২০৪১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মাতাপিতার সাথে উমরাহতে যাবেন। সেখানে গিয়ে ওয়াসওয়াসা দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দু'আ করবেন।ইনশাআল্লাহ, আল্লাহ শেফা দান করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...