আসসালামু আলাইকুম। আমি একটি চাকরির এপ্লিকেশন এর জন্য নিজের পরিচয়ের ভিডিও করছিলাম। ভিডিও করার সময় বারবার ভুল হওয়াতে, বিরক্ত হয়ে বলেছিলাম, আল্লাহ্-এর কসম, আমি আরেকবার ভিডিও করলে এখানে চাকরি আল্লাহ্ আমাকে দিবেন না/ হবে না এমন কিছু। কিন্তু পরে বেশ কয়েকবার ভিডিও করেছি।
উল্লেখ্য যে, আব্বু-আম্মুর কসমও দিয়েছিলাম যে এবারই শেষ। তবুও করেছি।
এক্ষেত্রে কি আল্লাহ্ কি আমাকে কোনো শাস্তি দিবেন বা ওই চাকরির সুযোগ থেকে বঞ্চিত করবেন?