আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,সম্মানিত মুহতারাম গন আমার প্রশ্ন:-
আমার হাসবেন্ড একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতেন,কোম্পানির লস হওয়ার কারনে কোম্পানি টা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন,যতটুকু ক্ষতিপূরন দেওয়ার প্রয়োজন ছিলো কর্মকর্তাদের কিন্তু উনারা দেয়নি,কিছু দিয়ে হুট করে চলে যায়।
কোম্পানি থেকে মোটরসাইকেল দিয়েছে উনারা আর নেন নি,পর্যাপ্ত পরিমান খাতা কলম অন্যান্য সরঞ্জাম ছিলো যা অন্য ক্রেতাদের হাদিয়া দেওয়ার জন্য ওগুলাও তারা নেয়নি,যেহেতু কোম্পানিই নেই সেহেতু এগুলা আর কাওকে দেওয়ার মত অপশনও নাই বরং কর্মকর্তাদেরই অনেকটা লস হয়েছে।
এখন আমার জানার উদ্দেশ্য এই খাতা,কলম অন্যান্য হাদিয়ার জিনিস গুলি আমাদের জন্য হালাল হবে?নাকি দান করে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া?বা কি করনীয়।
— এক বোনের পক্ষ হতে