বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
وعنه، قال: قال رسول الله - صلى الله عليه وسلم - " «ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاه» " (رواه الترمذي، وقال: هذا حديث غريب) .
রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা আল্লাহকে এমন অবস্থায় ডাকো যে,দু'আ কবুলের সম্পর্কে তোমাদের অন্তরে পূর্ণ ইয়াকিন-বিশ্বাস রয়েছে। জেনে রাখো,আল্লাহ তা'আলা গাফিল এবং খেল-তামাশকারী বান্দার পক্ষ্য থেকে কখনো দু'আ কবুল করেন না। (মিশকাতুল মাসাবিহ-২২৪১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/987
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যে কোনো প্রকার দু'আর শেষে আমাদের আকিদা বিশ্বাস হওয়া চাই যে, দু'আ অবশ্যই কবুল হবে। সুতরাং সূরা ফাতেহার শেষাংশে বর্ণিত দু'আর পর আমীন বলার দ্বারা আমাদের এই আকিদা বিশ্বাস রাখতে হবে যে, আমাদের দু'আটি অবশ্যই কবুল হবে।
(২) দুরুদে ইব্রাহিম পড়ার পর নামাজে/সাধারণ অবস্থায় এই বিশ্বাস রাখবো যে, إن شاء الله এই দুরুদ পড়ার সাথে সাথেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে পৌছে যাবে।