আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (56 points)
اعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين
الرحمن الرحيم

ملك يوم الدين
اياك نعبد واياك نستعين
اهدنا الصراط المستقيم
صراط الذين انعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين
امين

(১)আমার প্রশ্ন হচ্ছে ফাতিহা পড়ার সময় শেষের তিন লাইনে আমরা চাচ্ছি আল্লাহ তায়ালা এর নিকট তাহলে আমিন বলার পর কি বিশ্বাস রাখব?

(২) আরেকটা প্রশ্ন হলো দুরুদে ইব্রাহিম পড়ার পর নামাজে/ সাধারণ অবস্থায় একটা বিশ্বাস রাখবো إن شاء الله যে দুরুদ পৌঁছে যাবে পড়ার সাথে সাথেই তবে যেহেতু নবীজির (اللهم صل على محمد) পরিবারের জন্যও চাওয়া হয়েছে এইকারনে আরো কি অন্য বিশ্বাস

 রাখতে হবে?

1 Answer

0 votes
by (723,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
وعنه، قال: قال رسول الله - صلى الله عليه وسلم - " «ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاه» " (رواه الترمذي، وقال: هذا حديث غريب) .
রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা আল্লাহকে এমন অবস্থায় ডাকো যে,দু'আ কবুলের সম্পর্কে তোমাদের অন্তরে পূর্ণ ইয়াকিন-বিশ্বাস রয়েছে। জেনে রাখো,আল্লাহ তা'আলা গাফিল এবং খেল-তামাশকারী বান্দার পক্ষ্য থেকে কখনো দু'আ কবুল করেন না। (মিশকাতুল মাসাবিহ-২২৪১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/987

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যে কোনো প্রকার দু'আর শেষে আমাদের আকিদা বিশ্বাস হওয়া চাই যে, দু'আ অবশ্যই কবুল হবে। সুতরাং সূরা ফাতেহার শেষাংশে বর্ণিত দু'আর পর আমীন বলার দ্বারা আমাদের এই আকিদা বিশ্বাস রাখতে হবে যে, আমাদের দু'আটি অবশ্যই কবুল হবে। 
(২) দুরুদে ইব্রাহিম পড়ার পর নামাজে/সাধারণ অবস্থায় এই বিশ্বাস রাখবো যে, إن شاء الله এই দুরুদ পড়ার সাথে সাথেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে পৌছে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...