আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ (আফওয়ান লিখা টা বড় হয়ে যাওয়ার জন্য)
প্রায় বছর তিনেক আগে একজনের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো, উনি আমাকে বলেছিলো বিয়ের কমিটমেন্টে যেতে।একসময় উনার প্রতি ফিলিংস থাকলেও যখন তিনি এমন বলেছেন আমি না করে দেই,কেনো যেনো বিরক্ত লাগছিলো।উনি আমার কাজিন, আমরা ভালো বন্ধুর মতো ছিলাম।তারপর আমি নিজেকে পরিবর্তন করি,দ্বীন ঠিক করতে থাকি নিজের..
কিছুদিন আগে শুনি উনি আরেকটি মেয়ের বাসায় বিয়ের প্রপোজাল দিয়েছেন & এটা আমি কোনো ভাবেই মেনে নিতে পারছিনা। উনার সাথে সরাসরি কথাও বলেছি,বুঝলাম উনি ঐ মেয়েকেই বিয়ে করতে চাচ্ছেন
আমি অনেক কেঁদেছি, প্রায় মাসখানেক হতে চললো.. এখনও কাঁদছি, প্রায় প্রায় মন খারাপ লাগে। আমাকে আগে আমার পরিবারের সবাই বলতো উনাকে বিয়ের কথা,আমিই কখনো রাজি হইনি, কেনো যেনো বিরক্ত লাগতো।
যখম শুনেছিলাম উনি আরেক জায়গায় প্রপোজাল দিয়েছে আমি আরও আলহামদুলিল্লাহ বলছিলাম যে আমাকে আর এসব শুনতে হবেনা। তাও হঠাৎ এভাবে কেনো উইক হয়ে গেলাম জানিনা। আল্লাহর কাছে দুআ করছি যা উত্তম তাই হোক
এখন আমার প্রশ্ন হচ্ছে-
১) আমরা তো জানি আমি যা করবো আল্লাহ আগেই জানেন তাই তাকদ্বীরে লিখে রেখেছেন।এখন আমি এতো কষ্ট পাচ্ছি কিন্তু এটা ভাবতে পারছিনা আল্লাহ চেয়েছেন বলে হয়েছে, আমি করেছি বলেই তো হয়েছে। আমি নিজেকে মাফ করতে পারছিনা। অনেক ভালো একজন কে হারালাম,নিজেকে কোনো মতেই মাফ করতে পারছিনা
২) আমাকে পরামর্শ দিবেন প্লিজ,কি করবো এমন সিচুয়েশনে
৩)বার বার কেনো দুআ করার পরেও উনার কথা মনে পড়ে গেলো? (অনেকদিন গ্যাপে আজকে মনে পড়ে কাঁদলাম, এর মধ্যে অনেকদিম নরমাল ছিলাম