আসসালামু আলাইকুম হুজুর,
আমার মেয়েকে ডাক্তার দেখানোর সিরিয়াল দিছি। ডাক্তার বলছে দুপুরের দিকে রোগীর ভিড় কম থাকে।
আমার বিবি কে বলেছি, বাবুকে দুপুরের দিকে ডক্টর দেখিয়ে নিয়ে আসবো, বিকেলে অনেক রোগীর ভিড়।
জুমার নামাজের পর আমার বিবি কে বললাম, "চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি।" আমার বিবি বললো, "চল ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তুমি তো বললা যে, যত তাড়াতাড়ি ডাক্তার দেখাবো ততো তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারবো।
(আমি মনে মনে ভাবলাম, আমি এই ভাবে বলি নি যে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবো। আমি বলেছিলাম দুপুরের দিকে রোগীর ভিড় কম থাকে বিকেলে ভীড় বেশি)
তার পর আমি জিজ্ঞাসা করলাম, "তাড়াতাড়ি ডাক্তার দেখাইলে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবা, তাই বলতেছো?" আমার বিবি উত্তরে বলে, "হ্যা"
(এর পর আমার ওসওয়াসা আসতে থাকে, আমি তো আমার বাড়ির কথা জিজ্ঞেসা করলাম, আমার বিবি কি ওর বাবার বাড়ির কথা ভেবে উত্তর দিলো? আমার বিবি ওর বাবার বাড়ির কথা ভেবে উত্তর দিলে কি বৈবাহিক কোন সমস্যা হবে?)
(আমার মনে হচ্ছে হুজুর কথা গুলি পড়ে আপনি ওসওসার উত্তর দিবেন। আমার করজোড়ে হুজুরের কাছে আবেদন মেহেরবানী করে আমার প্রশ্নের উত্তরটি দিবেন)
পরে আমি আবারো জিজ্ঞেস করলাম, "তাড়াতাড়ি ডাক্তার দেখাইলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে পারবা, তাই বললা কি?" আমার বিবি উত্তরে বলে, "না, তোমাদের বাড়ির সবাই বড়লোক, তোমাদের বাড়িতে কেনো আসবো, আমি আমার জামাই এর বাড়িতে যাবো"
আমি কিছুক্ষণ চুপ রইলাম, কি বলবো বুঝতে পারতেছিলাম না। পরে বললাম, "আমিই তো তোমার জামাই (স্বামী)। পরে আমার স্ত্রী বলে, "হ্যা, আমার জীবনে, মরণে তুমিই আমার জামাই (স্বামী)
পরে জিজ্ঞাসা করলাম, "(আমাকে এই কথা বললা কেনো যে, তোমাদের বাড়িতে কেন আসবো?)" পরে আমার স্ত্রী বলে, "শয়তানি করে বলছি"
আমার স্ত্রী এবং আমার এই ধরনের কথোপকথনে কি আমাদের বৈবাহিক কোন সমস্যা হবে?