আসসালামু আ'লাইকুম। আমাদের ঘরে একজন আছে যে নাপাক। নামাজও খেয়াল করে পড়েনা, কাপড়ও ভালো করে ধোয়না। পুরো ঘরেই তার কাপড় ও জিনিসপত্র থাকে। এখানে আমি আরেকবার প্রশ্ন করেছিলাম যে সবসময় নাপাকির সন্দেহ থাকার কারণে কী করব৷ উত্তর ছিল স্পষ্ট নাপাকি না দেখলে পাক ধরতে।
আমি তাই করি, তাকে বোঝালেও লাভ নেই সে বয়ষ্ক। কিন্তু এরপরেও আমি প্রায় সব কাপড় আলাদা রাখি, মগ, ট্যাপ, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কাপড় নাড়ার হ্যাঙ্গার ধুয়ে নেই। বদনা আলাদা কিনেছি। এমনকি আমার জন্য ঘরে একটা আলাদা রশিও টানিয়েছি, বাইরের কাপড়ের তারটি যদিও একই আছে। বাকিরা তেমন গুরুত্ব দেয়না তাই নাপাক ব্যক্তির সাথে একই রশিতে কাপড় নাড়ে, সব একসাথে করে৷ এখন প্রায় সবসময় সতর্ক থাকলেও মাঝেমাঝে এমন হয় যে আমার কাপড় অন্যকেউ ধুয়েছে, তারপর কমন রশিতে টানিয়ে দিয়েছে৷ আবার আমাদের বাথরুম সাইজে ছোট তাই সবসময় পায়ে উরুতে পেশাবের ছিটা লাগে। ওগুলো ধুতে গিয়ে আবার অন্য পায়ে লেগে যায়, অনেক পানি নষ্ট হয়। এতকিছু খেয়াল করতে গিয়ে অনেক কষ্টে আছি৷ প্রায়ই দেখা যায় দিনে আমার কয়েকবার পায়জামা বদলাতে হয় কারণ পায়জামায় পা থেকে নাপাকি লেগেছে। নাপাকি এত উঁচু পর্যন্ত লেগে যায় যে পায়জামা বাঁচানো কঠিন হয়ে যায়।
আমাকে একটু উপদেশ দিয়ে সাহায্য করুন৷ আমি কি একটু ছাড় দিতে পারি? আমি কি সুস্পষ্ট নাপাকি ছাড়া সবকিছুকে পাক ধরতে পারি? কিন্তু আমি তো জানি, যে বাইরের কাপড়ের তারে নাপাক ব্যক্তির কাপড় যে নেড়েছে ওই জায়গা নাপাক! আবার ওই ব্যক্তি সবসময় আলাদা আলাদা জায়গায় কাপড় নাড়ে, সবসময় ট্র্যাক রাখা যায়না। বারবার বললে মন খারাপ করে৷ তারটা অনেক উঁচুতে, এজন্য পানি ঢেলে ধুতে গেলে গায়ে পানি পড়ে, তাই ভেজা কাপড় দিয়ে মুছে একবার টানিয়েছিলাম। বারবার এমন কত করব? এখন তো বৃষ্টিও হয়না।