Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
উস্তাজ আমি একদিন স্বপ্নে দেখি আমরা তিন জন মিলে চট্টগ্রাম নদীতে যাই ঘুরতে , নদীতে যাওয়ার পর সুবহানাল্লাহ এত সুন্দর পানি ছিল আর অনেক ঢেউ ছিল ,আমি একটু নেমে ভয়ে আর আগে নি যে ডুবে যাবো হয়তো কিন্তু যারা আমার সাথে ছিল তারা আমাকে ডাকতেছিল যাওয়ার জন্য যদিও পানি হাঁটু পরিমাণ মনে হচ্ছিল
গত পরশু স্বপ্নে দেখি আমি আমার ছোট ভাইকে কোলে নিয়ে আছি যেখানে আছি ওই জায়গা সহ অনেক জায়গায় অনেক গুলা গর্ত থেকে আগুন বের হচ্ছে সবাই ভয় পাচ্ছে অনেকে আহত হয়েছে কিন্তু আমার সেরকম ভয় লাগে নি আমার মনে হচ্ছিল যে ingshaallah আমাদের কিছু হবে না তাও একটু ভয় পাচ্ছিলাম যে যদি কিছু হয় , এরপর আমি আমার ভাইকে কোলে নিয়ে সব গুলা জায়গা দেখছিলাম যেখানে আগুন লেগেছে আর আহতদের দেখছিলাম এরপর বের হওয়ার জন্য একটা পথ খুঁজে পাই ঐটা এত সংকীর্ণ ছিল একজন বাবা তার সন্তানকে সামনের দিকে নিয়ে উপর থেকে নিচে বেয়ে বেয়ে নামছিল , আমি ভাবছিলাম আমি তো মেয়ে মানুষ আমি পারবো না তাই বিকল্প পথ যেটা অনেক বড় ছিল ঐটা দিয়েই কোনো মতে আমার হাজব্যান্ড এর বাসায় আসি , তারপর আমার হাজব্যান্ড আমাকে কাছে চাচ্ছিল কিন্তু আমি বললাম যে ওয়াশরুম থেকে আসি তারপর ওয়াশরুম থেকে বের হয়ে আমি আর আমার হাজব্যান্ড এর রুম খুঁজে পাচ্ছিলাম না অথচ ঐটা ঢুকার আগে ওয়াশরুম এর সামনেই ছিল আমি তখন খালি ঘুরতেসিলাম উনার রুম এ যাওয়ার জন্য উনি আমাকে বলতেসিলেন এদিকে আসো কিন্তু কোনো ভাবেই পাচ্ছিলাম না , এর মধ্যেই অনেকগুলা গায়রে মাহরাম যারা আমার শিক্ষক ছিলেন তাদের সামনে পড়ে যাই আমি পর্দা রক্ষার জন্য ওড়না দিয়ে আমার মুখ ঢেকে নেই আর ওদের অপজিট দিকে হাঁটতে থাকি ,তখন আমার স্বামীর বাসায় উনার আমার বিয়ের বউ ভাত খেতে এসেছিল , উনার বলতেসিল যে আমার উনাদের সামনে যাওয়া উচিত আমি এই কথা শুনে ভাবছিলাম যে পর্দা করে নাহয় যাবো , আমার হাজব্যান্ড ও বলতেসিল যে ও আসবে ।
এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই উসতাজ আর আমার করণীয় কি