আসসালামু ওয়ালাইকুম। আমার একটা খারাপ দিক হলো, আমি হায়েজের দিন গুলো মনে রাখতে পারি না। আমার মনে হয় আমার অক্টোবরের ১ তারিখের পর হায়েজ হয় (খুবই অল্প ছিল, কালো রংয়ের)। সম্ভবত ৩/৪/৫ দিন ছিল। আর দেখা যায় নাই বলে, ৬ তারিখে আমি পবিত্রতা অর্জন করি। এখন বরাবর ১৫ তারিখে আমার আবার হায়েজ শুরু হয় (১০ দিন পর হয়নি)। এটা আমার কয়েক মাস পরপর এমন হয়। প্রথমে খুবই অল্প হয়, কালো রংয়ের থাকে, এরপর অফ হয়ে যায়। এরপর কখনো কখনো ১০/১৫ দিন পর আবার শুরু হয় এবং সুন্দর মতো ব্লাড যায়। এখন এটাকে কি হায়েজ হিসেবে ধরবো?
আরেকটা প্রশ্ন হচ্ছে, সাপোজ ১তারিখ সকাল ১০ টায় হায়েজ শুরু হলো, ৩ তারিখে বন্ধ হয়ে গেল। এরপর ১১ তারিখ রাতে আবার শুরু হলো ১১ তারিখ ১০ টা পর্যন্ত কিন্তু পূর্ণ ১০ দিন ছিল। তাহলে ১০ টার পর থেকে কি ১১ দিন ধরবো উস্তাদ?