আসসালামু আলাইকুম।
খালওয়াতে সহীহার শর্ত:
খালওয়াতে সহীহাহ বলা হয়, এমন নির্জনবাস বা এমন কক্ষে অবস্থান করা, যেখানে সহবাস হওয়া থেকে কোনো প্রতিবন্ধকতা থাকেনা।
আমার প্রশ্ন ১: খালওয়াতে সহীহার এই শর্তটি কি সহীহ হাদিস দিয়ে প্রমাণিত?
আমার প্রশ্ন ২: খালওয়াতে সহীহার এই শর্তটিতে কি সকল মাজহাব একমত?
আমার প্রশ্ন ৩: খালওয়াতে সহীহা না হলে স্ত্রী অর্ধেক মোহর পাবে, এক্ষেত্রে সকল মাজহাব একমত?