আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
শায়খ,আমরা সাধারণত যে পদ্ধতিতে কাপড় ধুই, যেমন কাপড় ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে পরে ফ্লোরে কাচা হয় পরে আবার পানি নিয়ে কাচা হয় এভাবে সাবান ফেনা চলে যাওয়া পর্যন্ত ধোয়া পানি কয়েকবার নিয়ে নিয়ে ধোয়া হয়।।
এভাবে এমনিতে দৃশ্যমান বা অদৃশ্যমান নাপাকি তো চলে যায় এমনিতে।
এখন এভাবে ধোয়া কাপড়ে যদি ধোয়ার আগে তো অদৃশ্যমান নাপাকি থাকতো এই কাপড় এভাবে ধোয়ার পর কি আবার ৩ বার ধুতে হবে প্রতি বার পানি নিংড়িয়ে নাকি আগের ওভাবে ধোয়াই যথেষ্ট হবে বপাক হওয়ার জন্য ? আর যদি পরে পানি দিয়ে ২/৩ বার ধোয়া হয় পানি না নিংড়ালে কি পাক হবে??
আগের পদ্ধতিতে ধোয়া ভিজা কাপড়ে কোন পাক শুকনো বা ভিজা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে??