আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তায
১)গোপন শত্রুর সাথে কেমন ব্যবহার করা উচিত?আমার আত্মীয়( চাচার পরিবার)এবং প্রতিবেশী মুসলীম আছে , যাদের সাথে আমাদের সম্পত্তি নিয়ে ছোটবেলায় ঝগড়া বিবাদ হয়েছিল।তারা লটারি করে সম্পত্তি ভাগ করতে চাইছিল পরবর্তীতে আমাদের পরিবার মানেনি, বিচার এর মাধ্যমে সম্পদ ভাগ হয়েছিল । তবে ইদানিং কয়েকবছর থেকেই তাদের সাথে আমাদের মিল হয়েছে আলহামদুলিল্লাহ । কিন্তু আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বোঝতে পেরেছি যে তারা সামনে আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমাদের ঘরে আসে যায়। আমাদের সকল ব্যক্তিগত বিষয় জানার চেষ্টা করে ,তারপর তারা জাদুটোনা ইত্যাদির মাধ্যমে আমাদের ক্ষতি করে। তারা যেহেতু আত্মীয় + প্রতিবেশী তাদের সাথে তো সম্পর্ক ছিন্ন করা যায়না। আবার আসা যাওয়া করলে তারা আমাদেরকে আমাদের ব্যক্তিগত গোপন বিষয় সম্পর্কে বারবার জিজ্ঞাসা করতে থাকে।যেমন:- আমার ভাইয়েরা কোন জায়গায় চাকরি করে ,সেটা জেনে ওখানে তারা যায়। পরবর্তীতে দেখা যায় কয়েকদিনের ভিতর আমার এক ভাই চাকরি ছেড়ে চলৈ আসে,সামান্য কারনে। আমার এবং আমার বড়বোনের সংসার ভেঙেছে অল্প কিছু দিনের ব্যবধানে, এগুলোতে তারা জড়িত ছিল ,পরবর্তীতে সেটা আমরা বুঝতে পারছি। আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে , তো তারা এসেই জিজ্ঞাসা করবে,বিয়ে কোন দিন ?হবু শশুরবাড়ির মানুষ আসলে তাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা মুলক কথা বলে আমাদের চোখের সামনেই। ব্যক্তিগত বিষয় আমরা বলতে না চাইলে ও একাধিক বার জিজ্ঞাসা করে তারা জানার চেষ্টা করে। এক্ষেত্রে তাদের আসা যাওয়া যেহেতু আমাদের জন্য হুমকি স্বরূপ এমন অবস্থায় তারা যেন না আসে বা আসলে ও তারা যে আমাদের ক্ষতি করেছে এটা আমরা বুঝতে পেরেছি - এজন্য তাদের কে আসলে মেহমানদারি বা আপ্যায়ন বা সৌজন্যমূলক আচরন থেকে বিরত থাকলে কি গুনাহ হবে?
২)আমার বাবা ও আমাদের সাথে শত্রুর মতো আচরণ করেন। আমার হবু শশুরবাড়ি মানুষের সাথে খারাপ আচরন করেন। হবু শশুরের সাথে খারাপ আচরন করেছিলেন , পরে আমি বাবাকে কিছু কঠোর কথা বলে ছিলাম । পরবর্তীতে আবার বাবার কাছে মাফ চেয়েছিলাম। আবার হবু শশুরবাড়িতে যেয়ে ও শশুর শাশুড়ির কাছে ও মাফ চাইতে হয়েছে আমার বাবার ব্যবহারের জন্য। হবু স্বামী বিদেশে থাকে কয়েকমাস পরে আসবে - এর মধ্যে আত্মীয়দের মধ্যেই অনেকে চাচ্ছে এই বিয়েটা ও ভাঙ্গে যাক । আল্লাহ হিফাজত করুন।
তার উপর আমার নিজের বাবা ও খারাপ আচরন করেন হবু শশুরবাড়ির মানুষের সাথে। এজন্য অনেক সময় মনে হয় আমি বাবার সাথে আর কথা বলবো না , তাহলে তিনি বোঝতে পারবেন যে যদি ও তারা এখনো আমার শশুরবাড়ির লোক হয়নি তবু ও আমার কষ্ট অনুভূত হয় ,তাদের সাথে খারাপ আচরন করলে। এমন টা করলে কি আমার গুনাহ হবে? এক্ষেত্রে বাবার সাথে আমার আচরন কেমন হওয়া উচিত? উল্লেখ্য: আমার বাবা একজন সুন্নি মানুষ। আর আমি কওমি মাদ্রাসায় পড়ি , অনলাইনে বাবা ই প্রথভ ভর্তি করিয়েদিছিলেন পরবর্তীতে পড়াশুনা দেখে তিনি বুঝতে পারছিলেন আমি কওমি মাদ্রাসায় পড়ছি , কওমি মাদ্রাসার রোলস ফলো করি।