আসসালামু আলাইকুম। আমি আমার কুরআনের জন্য একটা কাভার বানাচ্ছি। তো, এই কাভারে যদি আমি মাঝ বরাবর আমার নাম লিখে রাখি, তাহলে কি এটা কোনোভাবে আদবের খিলাফ হওয়ার সম্ভাবনা আছে? কুরআনের কোথাও না, জাস্ট বাইরের কাভার টায়। সাধারণত বইয়ে যেমন বইয়ের নাম লেখকের নাম থাকে, সেরকম। এটা আমার মুসহাফ বুঝাতে।