আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ
উস্তায,,, আমার স্বামী একটু রাগী মানুষ।একদিন রাগের মাথায় বলেছিলেন " আগামীকাল আমার বাসা থেকে একেবারে চলে যাস।আর আসস লাগবে না।ওই সময় আমিও রেগে ছিলাম।তাই,,তার এই কথা আমার জেহেনে পৌছেনি। মানে আমি শুনেছি বলে মনে পরছে না।কিন্তু,সে বলে ওই সময় সে বলেছিল এবং তার নিয়ত ছিল।একদিন আমার ভাইয়াকেও বলেছিল এভাবে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না! কিন্তু, স্বাভাবিক অবস্থায় সে বলে আমি তোমার সাথেই সারা জীবন কাটাবো। তুমি যেমন ই হও।
পরের দিন সকালে সে আমাকে মেসেজ দিয়েছিল "আমার বাসা থেকে বের হয়ে যা" এখন ই বের হ" এবারেও তার নিয়ত ছিল সে বলে।
কিন্তু,, আমরা স্বাভাবিক হয়ে সংসার করি।২-৩ বার মিলিতও হয়েছি।পরে বিষয়টা তার মাথায় এসেছে। এখন আমাদের হালত কি? এবং করণীয় কি?
একটু দ্রুত জানালে উপকার হতো।আমরা দুজনেই খুব মানসিক পীড়ায় আছি বিষয়টা নিয়ে।