১.একজন মহিলা উমরাহ করতে যেতে চান। তার স্বামী মারা গেছেন এবং ছেলে যেখানে চাকরি করে সেখান থেকে একটানা ১৪-১৫ দিন ছুটি পাওয়া সম্ভব না । এমতাবস্থায় সেই মহিলা তার বড় দুই বোন, বোনের মেয়ে ও বোনের মেয়ের স্বামীর সাথে উমরাহ করতে চান। বোনের মেয়ের স্বামী মুয়াল্লিম।
তিনি কি নিজ মাহরাম ছাড়া উমরাহ করতে পারবেন?
২. দাঁড়িয়ে নামাজের নিয়ত করার পর এক রাকাত দাঁড়িয়ে আদায় করার পর আর এক রাকাত নামাজ বসে আদায় করা যাবে কি?
৩. আমার নিকট ৩ ভরি স্বর্ণালঙ্কার আছে। আমি এখন কিছু সোনার কয়েন কিনতে চাই, পরবর্তীতে সেটা বিক্রি করব। আমি এখন যে সোনার কয়েন কিনব সেটা কি ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে এবং আলাদাভাবে যাকাত দিতে হবে? নাকি ৭.৫ ভরি পর্যন্ত কেনার পর যাকাত দিতে হবে?