আসসালামু আলাইকুম। হুজুর আমাকে ওসওয়াসার উত্তর দিবেন না দয়া করে। আমি ওসওয়াসা কোর্স করেছি। ডাক্তার দেখিয়েছি। তারা আমার এসব প্রশ্ন উত্তর দিতে পারে না। তাই এখানে প্রশ্ন করা।
মনে মনে সারাদিন অনেক আজে বাজে চিন্তা আসে। মনে মনে অনেক কিছু বলে ফেলি। দম বন্ধ লাগে। তখন মনকে একটা জিনিস বলেই বুঝাই যে, মনে মনে বললে আল্লাহ ধরবেন না কিছুই। টেনশন নাই। কিন্তু মাঝে মাঝে যখন অতিরিক্ত মনে মনে আজে বাজে কথা বলে ফেলি, কারন আমার ভয় লাগে। এগুলো কেন আমার আসে। আমার থেকে তো কত ভালো মানুষ আছেন। কত আমল করে সারাদিন। তাদের তো আসে না এগুলো। আমি মনে হয় পাপী তাই আমার এমন আসে। তখন জোরে জোরে নিশ্বাস নিই। নিঃশ্বাস দেয়ার সময় ও জিহবা নাড়িয়ে বলতে থাকি নিঃশ্বাস এর সাথে সাথে। এর পরে আবার কয়েকবার চেক করি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে যে মনে মনে যেগুলো বললাম কিছু কি বুঝা যায় কিনা? আমাকে আপনারা আগে একবার বলে দিয়েছিলেন যে, মনে মনে বললে কিছুই হবে না। তার পরে থেকে আর প্রশ্ন করিনি।
প্রশ্ন : এখন আমাকে শুধু এটুকু বলে দিন যে, মনে মনে বলা আজে বাজে খারাপ ঈমান চলে যাওয়ার মত কথা গুলো ঠিক কত টুকু শব্দ হলে বা কতটুকু উচ্চারণ করলে গুনাহ হবে? ধরা হবে? পুরো বাক্য মুখে উচ্চারণ করে বললে তখনই আল্লাহ আমাকে ধরবেন, আমার গুনাহ হবে? নাকি অর্ধেক মনে মনে বললে, বাকী টা মুখে বললেও আল্লাহ ধরবেন?
এটাই আমার মেইন সমস্যা। মানসিক ডাক্তার দেখিয়েছি। আমাকে এটা বলে দিলে আমার অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত আল্লাহর রহমতে। আমাকে দয়া করুন।