আমার গত ৭ তারিখ মাসিক হয়েছিল। সাধারনত আমার মাসিকের সময়সীমা ৬-৭ দিন। কিন্তু আজকে ৮ দিন হওয়ার পরও আমার হটাৎ হঠাৎ লালস্রাব দেখা যাচ্ছে। সাধারণত আমার মাসিক শেষে পবিত্রতার চিহ্ন হিসেবে সাদাস্রাব দেখতে পাই বা পরিপূর্ণ শুকনো থাকে। এক্ষেত্রে আমার করনীয় কি? আমি কবে থেকে ফরজ গোসল দিয়ে নামাজ শুরু করতে পারব?