আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষ এমনিতে কথা বলার সময় যে ওয়াসওয়াসা আসে এর দ্বারা কি কিছু হয়? কোন কথা বলার সময় আচ্ছা বলতেছে কোন কারণে,কোন হুজুরের ওয়াজ শুনে হুজুর যদি বলে খারাপ কিছু বা হারাম কিছু থেকে দূরে রাখুক আল্লাহ সবাইকে এমন বলে আমিন বলে সবাই তহ ওয়াসওয়াসা আক্রান্ত ব্যাক্তিও আমিন বলার সময় যদি ওয়াসওয়াসা আসে ( বুঝে নিয়েন) তাহলে কি কোন সমস্যা হয় বৈবাহিক? সব কিছুর ওয়াসওয়াসায় আক্রান্ত হলে বিশেষ করে যদি তালাকের ওয়াসওয়াসায় আক্রান্ত হয়?সবসময় এসব নিয়ে চিন্তা আর টেনশনে থাকা এমন ব্যাক্তি হলে কি কিছু হয়?