আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি আমার বোনের সাথে অমুসলিমদের দাওয়াত দেওয়া এ বিষয় কথা বলতে যেয়ে এক পযার্য়ে আমি আমার বোন কে বলি ধর আমি অমুসলিম আমাকে এভাবে এভাবে বুঝাবি। ওই যে বলেছিলাম আমি অমুসলিম বাট আমার নিয়ত ছিল ওকে বুঝানোর জন্য... আমি নিজেকে অমুসলিম বলেছি এতে কি আমি সত্যিই অমুসলিম হয়ে গেছি? কেমন যেনো মনের মধ্যে এই বিষয় টা নিয়ে দ্বিধার মধ্যে আছি।জানাবেন দয়া করে।
জাযাকুমুল্লহু খইর।