আসসালামু আলাইকুম।
১/ আমার বোনের মেয়ে বালেগ হওয়ার বেশ কয়েক বছর পর মারা গিয়েছে। কিন্তু সে বালেগ হওয়ার পর থেকে রামাদানের কোন কাযা /ভাংতি রোজা পূরন করা হয়নি।এমতাবস্থায় সন্তানের পক্ষ থেকে ওর মা কী কাযা রোজাগুলো পূর্ণ করতে পারবে? যদি না পারে তাহলে এগুলো পূর্ণ করার অন্য কোন উপায় বা কাফফারা আছে কী?
২/আমার আব্বা জীবিত থাকা অবস্থায় রাগের বশবতী হয়ে বিশেষ হালাল খাবারকে হারাম করে নিয়ে ছিলেন। এমতাবস্থায় উনার কসমের কাফফারা হিসেবে আমি কী পরপর ৩টা রোজা রাখতে পারবো?উল্লেখ্য আমার অন্য ভাই বোনেরা চাকরি জীবি।এক্ষেত্রে কসমের কাফফারা কীভাবে করবো?