السلام عليكم و رحمة الله و بركة
এক বোন বললেন উনার বিয়ের দু তিন দিন পর তার বান্ধবী স্বপ্ন দেখে তার আবার বিয়ে হচ্ছে , সে খুব সেজে গুঁজে আছে এবং খুশি ছিল বিয়েতে হাসছিল ও। আর ওই যে পেপারে সিগনেচার করতে হয় না ! ওখানে পেন টা ছিল খুব দামী , পাথর বসানো , আগের যুগের সেসব কলমের মত ।
সে জিজ্ঞেস করেছে তার বান্ধবীকে তার কি তখন হিজাব পড়া ছিল , বান্ধবী বলল না , শাড়ি পরা আর সেজে ছিল , কিন্তু ওখানে কোনো পুরুষ ছিল না । মহিলাদের মধ্যেই ছিল সে তখন।
এর কয়েক দিন পরেই তার ডিভোর্স হয়ে যায় , শশুর বাড়ি রুকসতির আগেই।