আসসালামু আলাইকুম।
আমি চাকরি করি,আমার দুই নাবালক সন্তান এর ভরনপোষণ একা করি, দাদা চাচা অবস্থাসম্পন্ন হলেও তারা দায়িত্ব পালন করে না, তাদের বাবার সম্পত্তি বিক্রয়ের টাকা ও পেনশন ওদের জন্য রেখে দিছি,আমি আমার বা ছেলেদের জন্য খরচ করি না।এতিমের হক নষ্ট হবে তাই।
ওই অর্থের জাকাত এর বিধান কি?
ওদের টাকা থেকেই ওদের জাকাত দিলে টাকা কমতে থাকবে ১৮ বছর হতে হতে, তখন আমানতকৃত টাকা ফেরত দেব কিভাবে?