আসসালামু আলাইকুম। শাইখ আমি আমার মা কে ঈমান নিয়ে প্রশ্ন করেছিলাম। যে অমুক কাজ করলে ঈমানে সমস্যা হবে কিনা। আম্মা জানে নাকি? কারন মায়ের কাছে অনেক শান্তি পাওয়া যায় কিছু বইলা। আমার মা বললো, শুনো আমরা তো কুরআন ও পারি না ভালো করে, ঈমান থাকা ও দরকার আছে। এটুকু বলার পরে আমি আমার মাকে থামায় দেই এটা বলে যে, ঈমান ই তো সবার প্রথমে থাকতে হবে, তুমি এটা কি বললা। এটা কে কি অপশনাল বললা?
আমার মা বলতেছে- " না। অপশনাল কেন বলবো। বললাম যে আমি তো এত কিছু জানি না কি করলে ঈমান থাকে, থাকে না। সব কিছু তো আল্লাহ রে বিশ্বাস করেই করি। আল্লাহর প্রতি আনুগত্য থাকতে চাই" কুরআন পড়া ও তো ভালো কাজ। তুমি ঈমান নিয়ে এসব একটু কম জেনে কুরআন ভালো করে শিখবা।
---এর পরে আবার কোন কথা থেকে বললো যে, - এখানে তো বিশ্বাস অবিশ্বাস এর কিছু নাই। আল্লাহ কে বিশ্বাস করেই ভালো কাজ করি, নামাজ পড়ি। পরে আমি বললাম যে, "তাহলে আবার বললা কেন, এখানে বিশ্বাস অবিশ্বাস এর কিছু নাই, ঈমান মানেই তো বিশ্বাস।"
আমার মা বলতেছে - """"আমি আল্লাহ, নবী রাসুল রে অবিশ্বাস, বিশ্বাস - অবিশ্বাস উদ্দেশ্য করে কিছু বলি নাই।( বিশ্বাস অবিশ্বাস এর সাথে কিছু না), এই কথা টা কোন কথা থেকে বলেছিলাম খেয়াল নাই।"""""কিন্তু নবী রাসুল রে আল্লাহ নিয়ে কিছু বলবো মনে হইলেই তো ঠোট কেপে উঠে। আমি তো বিশ্বাস করেই সব কাজ করি। আল্লাহ আমাকে মাফ করে দিবেন ইন শা আল্লাহ। এই কথার জন্য।
ক) উপরের বর্ননাতে আমার মায়ের কি ঈমান কি ঠিক আছে?
খ) আমি মুখে অনেক বার এটা বলেছি যে, আল্লাহ নবী রাসুল রে অবিশ্বাস এটুকু বলে তুমি কি বুঝাইছো মা? আমি আল্লাহ রাসুল কে অবিশ্বাস করি না। কিন্তু মা কে প্রশ্ন করার জন্য বলেছি আল্লাহ নবী রাসুল কে অবিশ্বাস এটুকু বলে থেমে গেছি। এখন কি আমার ঈমান ঠিক আছে শাইখ?