১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষের যদি তালাকের সন্দেহ হয় ও হুরমত নিয়ে সন্দেহ হয়।৮০% যদি মনে হয় তালাক বা হুরমত হয়েছে আবার ২০% মনে হয় হয় নি।তহ এতটুকু সন্দেহর ভিত্তিতে কি কিছু হয়? শুনেছি একটুও সন্দেহ থাকলে তালাক ও হুরমতে মুসাহারাত হয় না।যদি বলতেন।
২.কেউ না জেনে এসব হয়েছে মনে করে প্রশ্ন করলে কি কিছু হয়? যদি না হয় এমনিতে সন্দেহের ভিত্তিতে এমন পারসেন্ট আকারে প্রশ্ন করলে কি কিছু হয়?