আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহ আপনাদের ভালো রেখেছেন। আমার জানার বিষয় হলো স্ত্রী যদি স্বামীকে বলে আমি তোমার মেয়ে তাহলে কি জিহার হবে?? যদিও কথাটা মজা করে বলেছে একটা ঘটনার প্রেক্ষিতে।
আরেকটা বিষয় গামছায় যদি কয়েকটা ফোঁটা পেশাবের ছিটা পড়ে সেটা দিয়ে গোসলের পরে গা মুছা যাবে?