আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
456 views
in সালাত(Prayer) by (6 points)
আসসালামু আলাইকুম।আমার আলহামদুলিল্লাহ হিদায়াত হয় ১৮বছর বয়সে। কিন্তু আমি তারপর থেকে যেভাবে সালাত আদায় করতাম তা ভুল ছিল যা আমি গতবছর বুঝতে পারি।


আমি প্রথম ব্যতীত অন্য রাকাতে সুরাহ ফাতিহা পড়তাম না। এমনকি রাকাত সংখ্যা ভুলভাবে গননা করতাম।


আমার কী ১৮বছরের ফরয সালাত আবার আদায় করতে হবে?

1 Answer

0 votes
by (561,180 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান হলো বালেগ বালেগাহ হওয়ার পর থেকে নামাজ রোযা ফরজ হয়।  

★সুতরাং বালেগ, বালেগাহ হওয়ার সময়কাল থেকে প্রত্যকের জিবনের যাবতীয় নামাজ যেটাকে উমরী কাজা বলা হয়,সেটির হিসেব করে তাহা আদায় করতে হবে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ [٢٤:٥٩] 

তোমাদের সন্তান-সন্ততিরা যখন বায়োঃপ্রাপ্ত হয়, [সূরা আননূর-৫৯] 

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (6/ 153):
"(بلوغ الغلام بالاحتلام والإحبال والإنزال) والأصل هو الإنزال (والجارية بالاحتلام والحيض والحبل) ولم يذكر الإنزال صريحاً؛ لأنه قلما يعلم منها (فإن لم يوجد فيهما) شيء (فحتى يتم لكل منهما خمس عشرة سنةً، به يفتى) لقصر أعمار أهل زماننا". 
সারমর্মঃ
মেয়েদের বালেগাহ হওয়া স্বপ্নদোষের মাধ্যমে , হায়েজ আসার মাধ্যমে, গর্ভধারণ করা ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হতে পারে। 
যদি কোনো নিদর্শন বুঝা না যায়,তাহলে ১৫ বছর বয়স হিসেবে বালেগ হওয়া নির্ধারণ হবে।

বিস্তারিত জানুনঃ 

ওমরি কাজা কিভাবে আদায় করবেন,এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
আপনি যতগুলো নামাজ এরকম ভাবে আদায় করেছেন,তার একটি হিসেব কষুন,বালেগাহ হওয়ার পর থেকে কত গুলো নামাজ আদায় করেননি,বা এমনি ভাবেই আদায় করেছেন,সেটার হিসেব কষু্ন,সেগুলো পর্যায়ক্রমে আদায় করুন। যদি সবগুলো নামাজই এমনই আদায় করে থাকেন,তাহলে বালেগাহ হওয়ার পর থেকে নিয়ে হিসেবে করে সব নামাজেরই কাজা আদায় করুন।
,
প্রশ্নে উল্লেখিত দুটি কারনের মধ্যে প্রথম কারনঃ
 আপনি প্রথম ব্যতীত অন্য রাকাতে সুরাহ ফাতিহা পড়তেননা,তো অন্য রাকাতে কি পড়তেন?
যদি সেই রাকাত গুলোতে অন্য কোনো সুরা আপনি না পড়ে একদম চুপ থেকে থাকেন,তাহলে আপনার নামাজ হয়নি।
,
কিন্তু সেই রাকাত গুলোতে যদি অন্য কোনো সুরা পড়ে থাকেন,তাহলে আপনার নামাজ ওয়াক্তের মধ্যে পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছিলো।
উক্ত নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পর তা পুনরায় আদায় করা ওয়াজিব থাকে কিনা,এই ব্যাপারে ফুকাহায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
সতর্কতামূলক আদায় করে নেওয়াই ভালো।
,
যদি আদায় না করা হয়,সমস্যা হবেনা।
,
★প্রশ্নে উল্লেখিত ২য় কারনঃ
আপনি রাকাতের সংখ্যা ভুলভাবে গননা করতেন,এটি ব্যখ্যা সাপেক্ষ বিষয়। 
তারপরেও আপনি সতর্কতামূলক সব নামাজই আবার আদায় করে নিবেন।         


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 190 views
...