আসসালামুয়ালাইকুম হুজুর,
আমি একটা মেডিসিন এর কোম্পানি তে চাকরী করি। কোম্পানির একটা নতুন স্টোর ওপেনিং করছে, সেই স্টোর এর সমস্ত দায়িত্ব আমার। স্টোর এ বাকি দুজন আছে তারা নরমাল কর্মচারী। বিষয় হলো স্টোর টা ওপেনিং হবে তার জন্য পুজো করতে হবে , আমাদের মধ্যে একজন হিন্দু কর্মচারী আছে , আমি তাকে পুজোর বিষয় এ সমস্ত দায়িত্ব তাকে দিয়েছি। পুজোর কোনো কাজে আমি ছিলাম না , পুজো করার জন্য বাজার করতে গিয়েছে তখন আমি সঙ্গে গিয়েছিলাম। কিন্তু মনে মনে ঘৃণা ছিল আমার সবসময়।
ওই হিন্দু ছেলেটা আর পুরোহিত পুজো সম্পূর্ণ করলো। এবার সমস্ত অথিতি আসলো , প্রধান গেস্ট আসলো এবার ফিতে কাটতে হবে । প্রধান অথিতি ফিতে কাটলো, আর একটা বড় প্রদীপ ছিল যার পাঁচ টা মুখ সেখানে আগুন দিতে হবে মোট কথা হলো প্রদীপ জ্বালাতে হবে। কিছু মুসলিম গেস্ট ছিল তারা ও জ্বালাও। আমাকে ডাকছিল আমি বিষয় টা এড়িয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করেছি। আল্লাহর কসম করে বলছি আমি প্রচুর চেষ্টা করেছি। লাস্টে একজন প্রদীপ জালাচ্ছিল আমি তার হাত এ হাত ঠেকিয়ে ছি। জাস্ট এই টুকুই।
আমার কোনো ইচ্ছা ছিলনা। আর পুজোতে কোনো রকম অংশ গ্রহণ করিনি। প্রদীপ টা কি কারণে জালাই তাও জানিনা, অগ্নি পুজো কি এমনি তাও জানিনা। একচুয়ালি প্রদীপ টা কি কারণে জলাই আমি জানিনা। আমি ঘৃণা করি এসব। শেষে আমি একজন এর হাত এ হাত রেখে প্রদীপ জ্বালায় জাস্ট তুচ্ছ মোমবাতি আমি হাতে ধরিনি।
***** হুজুর আমার কি ঈমান চলে যাবে ??? নাকি তওবা করলে হবে??