হিন্দু ধর্মে গোমূত্র পবিত্র মনে করে খায়।
আমার একজন সহপাঠী আমাকে একটা হাদিস সম্পর্কে বলে,
তোমাদের নবি মুহাম্মদ এর পায়খানা পবিত্র মনে করে মুসলিমরা। তাহলে হিন্দুরা গোমূত্র পবিত্র মনে করে খায়। এতে তোমরা খারাপ ভাবে নেও কেন?
অনলাইনে কয়েকটা মাসয়ালা বিষয়ক ওয়েবসাইটে (যেমন:আহলে হক মিডিয়া) দেখলাম তারা বলছে এই সম্পর্কিত হাদিসটি অধিকাংশ মুহাদ্দিস সহিহ বলেছেন।আদৌই এটা বাস্তবসম্মত। তারা বলছে এটা রাসুলুল্লাহর অলৌকিকতা।কিন্তু এটা কীভাবে অলৌকিকতা হতে পারে যেটা পুরোপুরি অসামঞ্জস্য। অমুসলিম যখন এই বিষয়ে প্রশ্ন তোলে তাকে কী উত্তর দিবো?????