আসসালামু আলাইকুম,
প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি আমার অলরেডি একটা একাউন্ট আছে যেখানে আমি ৪ টা প্রশ্ন করে ফেলেছি, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আরেকটি একাউন্ট দিয়ে করলেম।
আমি একজন ৮ম শ্রেণির ছাত্র, আমি খুবিই হতাশায় ভুগছি। আমি জানি না কি করব আপনি একজন বিজ্ঞ আলেম তাই আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমি অনাবরত নানা গুনাহ করছি, অনেক চেষ্টা করি রোধের কিন্তু কি ভাবে যেন আবার হয়ে যায়। তারপরে আমি আবার শিবির করি, নানা বিরোধি মাসায়ালার জন্য সবসময় টেনশনে থাকি, কারণ আমাদের প্রতিনিয়ত দাওয়াতি কাজ করে অন্য ছাত্রদের শিবিরে ঢোকাহয় এখন যদি সত্যিই শিবির বাতেল বের হয় তাহলে তাদের বিচার আমার দিতে হবে, আর আমি যে শিবির থেকে বেরিয়ে আসবো তাও সম্ভব না কারণ আমি একজন ওয়ার্ডের দায়িত্বশীল চাইলেই বের হওয়া সম্ভব না, এখন যে মতবাদই থাক কোনো না কোনো বিরোধি কিছু থাকে যা মনে সন্দেহ সৃষ্টি করে। তার সাথে আমি যে কত জনের হক নষ্ট করেছি তার হিসেব নেই, ব্যক্তির হক তো আল্লাহ মাফ করবেন না। সব মিলিয়ে আমি জীবনে কি ধাপে পদর্পণ করব আমি কিছুই বুঝছিনা আমাকে প্লিজ কিছু টিপস দেন উস্তাদ।