আসসালামু 'আলাইকুম,,
১/খামারের পশু-পাকিকে যেমন- গরু,ছাগল,ভেড়া,পোল্ট্রি মুরগি,লেয়ার মুরগি ইত্যাদিকে আগাম ভ্যাকসিন বা টিকা দেওয়া কি জায়েজ? যেহেতু- জানা সম্ভব না সেগুলো কি দিয়ে তৈরি হয়েছে ( হালাল জিনিস দিয়ে নাকি হারাম জিনিস দিয়ে,,যেমন- শকূর বা বানরের টিস্যু দিয়ে তৈরি হয়েছে?হালাল সার্টিফাইড থাকতে পারে বা আছে,কিন্তু সেগুলো আমাদের দেশে পাওয়া যায় কিনা জানা নেই)
২/ ভ্যাকসিন না দিলে খামারের অল্প কিছু প্রাণী বাদে সব প্রাণীই মারা যেতে পারে,এমন ধারণা রাখা যাবে কি? অনেক ক্ষেত্রে এমনটি ঘটেও,
৩//পোল্ট্রি মুরগি,লেয়ার মুরগি এগুলো পালন করা জায়েজ কিনা এবং ভক্ষণ করা জায়েজ কিনা?যেহেতু এগুলোকেও ভ্যাকসিন বা টিকা দিতে হয় বা ঔষধ খাওয়াতে হয়,,
৪/ কৃষিকাজে সার এবং কীটনাশকের ব্যবহার জায়েজ কি?