"কেয়ামতের দিন আলেম গন হবেন নবীগনের ওয়ারিশ "- এই হাদিস অনুযায়ী , এই সম্মাননা পেতে চাইলে একজন সাধারণ মানুষের কি কি বিষয়ে জ্ঞান বা যোগ্যতা থাকতে হবে ?
IOM থেকে যে , ৩ বছর মেয়াদী কোর্স আছে , ওটা সুন্দর ভাবে শিখে + আমল করলেই কি হবে ? নাকি আরো অন্য কোনো রাস্তা আছে ? আমার শুধু পরকালের এই সম্মাননা টা দরকার | দুনিয়াবী সার্টিফিকেটের প্রয়োজন নেই |
আমি পেশায় একজন ফ্রিল্যান্সার + ১ বাচ্চার মা | সারাদিন কাটে প্রচন্ড ব্যস্ততায় | তাই আমার জন্য আলেমা হওয়ার একটা শর্ট সিলেবাস প্রয়োজন | যাতে ঐ কঠিন দিনে আমি এই সম্মাননাটা পেতে পারি |