السلام عليكم و رحمة الله و بركاته
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি।
মধ্যরাতে দেখলাম বিশাল বড় এক কুকুর আমাকে খুজছে, এরপর আমি দূর দূর করে তাড়াতে চাইলাম, ও আমার কাছে আসবেই, পরে বড় বড় ইটের টুকরা ছুড়তে লাগলাম, কিন্তু ওর গায়ে লাগলেও তেমন ব্যাথা পাচ্ছেনা, উল্টা আমার দিকে মারল কিন্তু আমার গায়ে লাগেনি, কিছুটা লাগলেও ব্যাথা লাগেনি। পরেদেখলাম আমার কাছে আর ইটের টুকরা নেই। এরপর ঘুম ভেঙে গেল, আর কিছু মনে নেই।